☢️১২ দিয়ে যতসব☢️
♥️ ১২ সে.মি. মানুষের হার্ট এর দৈর্ঘ্য।
♥️ ১২ সে.মি. শ্বাসনালির দৈর্ঘ্য ।
❤️১২ জোড়া পর্শুকা ।
❤️১২ টি থোরাসিক কশেরুকা।
♦️ ১২ জোড়া করোটিক স্নায়ু।
♦️ ১২ তম করোটিক স্নায়ু হাইপোগ্লোসাল ।
♣️ ১২ তম দিনে হঠাৎ লুটিনাইজিং হরমোন ক্ষরন বেড়ে যায় এবং এস্ট্রোজেন হরমোন ক্ষরন কমে যায় ।
♣️ নিষেকের ১২ সপ্তাহ পর প্লাসেন্টা গঠিত হয় ।
♥️ ঘাসফড়িং এর ১২ টি বা ৬জোড়া আলারি পেশি থাকে।
♥️ ১২ ঘন্টা পর রুই মাছের পোনায় ক্রোমোটোফোর উৎপন্ন হয় ।
♠️ ১২ তম ক্লটিং ফ্যাক্টর হলো হ্যাগম্যান ফ্যাক্টর।
♠️ হাইপোথাল্যামাস এক ডজন অর্থাৎ ১২ টি অঞ্চলে বিভক্ত।
★ ১২ কোটি অথবা ১২ কোটি ৫০লক্ষ রড কোষ রয়েছে।
☢️১০০ দিয়ে যতসব☢️
⭕️ মানবদেহে মোট—সেল→১০০ ট্রিলিয়ন,
নিউরন→১০০ বিলিয়ন
,মোট DNA→১০০ গ্রাম
⭕️ মাইটোকন্ড্রিয়ায় ১০০ ধরনের এনজাইম থাকে।
⭕️১০০ সেলুলোজ চেইন নিয়ে ক্রিস্টালাইন মাইসেলি গঠিত।
⭕️সকরোজের আপেক্ষিক মিষ্টতা ১০০
⭕️ ১০০টি কোষ নিয়ে ব্লাস্টোসিস্ট গঠিত।
⭕️Antibody —100 million ধরণের
⭕️দেহে Bone marrow থেকে প্রতিদিন ১০০ বিলিয়ন নিউট্রোফিল তৈরি হয়।
⭕️LDL এর স্বাভাবিক তাপমাত্রা — <100mg/dl
⭕️একটি ম্যাক্রোফেজ ১০০ টি ব্যাকটেরিয়া ভক্ষণ করতে পারে।
☢️৬০ দিয়ে যতসব☢️
⭕️মানবদেহে ৬০ ধরণের সেক্স লিংকড ডিসঅর্ডার আছে।
⭕️মোট সালোকসংশ্লেষনের ৬০ ভাগ শৈবালে করে।
⭕️বেনজিনের নাইট্রেশন তাপমাত্রা ৬০°সে
⭕️দীর্ঘতম শৈবাল ৬০ মিটার (মাইক্রোসাইটিস)
⭕️Cephalochodata উপপর্বের প্রানিদের ৬০ জোড়া মায়োটাম পেশি থাকে।
⭕️মানবদেহের বাহুতে ৬০টি অস্থি থাকে।
⭕️অস্থির ৬০% অজৈব পদার্থ।
⭕️কাঠে ৬০% সেলুলোজ থাকে।